আল-মামুন:: খাগড়াছড়ি পার্বত্য জেলায় উন্নয়ন ভাবনা শীর্ষক সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই ২০২৫) দুপুরে অফিসার্স ক্লাব মিলনায়তনে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়ােজনে এই সভার আয়োজন করে।
খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুস,সাধারন সম্পাদক ইসতিয়াক আহমেদ নিপুসহ জেলা প্রশাসেনর প্রতিনিধিসহ উপজেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকরা মতামত প্রকাশ করে উন্নয়নে করনীয় বিষয়ে পরামর্শ দেন।
উন্নয়নে পূর্ব শর্ত সম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ মন্তব্য করে খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, পার্বত্য চট্টগ্রামের সকলে মিলেমিশে সহাবস্থান এবং সকল জাতিভেদ ভুলে এক হয়ে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। আমাদের প্রতিটি সেক্টরের উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রনালয়ে জানানোর কথা জানিয়ে উন্নয়নসহ যে কোন বিষয়ে করনীয় এবং জেলার উন্নয়নে সহায়তা করার আহ্বান জানান।
সভায় এ সময়খাগড়াছড়িতে পর্যটন, অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে প্রতিষ্ঠান গুলোর মাঝে সমন্বয় বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং কৃষি খাতের সার্বিক বিষয়ে আলোচনা হয়।