প্রতিনিধি খাগড়াছড়ি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দংয়ের তানাক্কাপাড়া দিয়ে আবারও কূটনৈতিক সৌজন্যতা লঙ্ঘন করে ১৩ ব্যক্তিকে পুশ-ইন করেছে ভারত।
বৃহস্পতিবার সকালে তাদের হেফাজতে নিয়ে স্থানীয় ডিপি পাড়া আচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
জানা যায়, গেল রাতে মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়া এলাকার সীমান্ত দিয়ে ১৩ ব্যক্তিকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করায় ভারতের বিএসএফ। খবর পেয়ে সকালে যামিনী পাড়া বিজিবি জোন ও পুলিশ তাদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়।
প্রাথমিক ভাবে জানা যায়, ভারতের মহারাষ্ট্র থেকে তাদের আটকের পর বাংলাদেশে পুশ ইন করেছে বিএসএফ। বর্তমানে সবাই স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান করছে।
এর আগে গেল মাসে ৪ দফায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা, রামগড় ও পানছড়ি দিয়ে ১ শ ১৮ জনকে পুশ ইন করে ভারত। সবশেষ তাইন্দং সীমান্তে পুশ ইন নিয়ে যা দাঁড়াল ১ শ ৩১ জনে।