স্টাফ রিপাের্টার:: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাহকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুর ১টার দিকে মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানটি পরিচালনা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান।
তিনি গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।”
দুর্নীতির অভিযোগে তদন্তাধীন একটি মামলার কারণে সরওয়ার জাহান ও তার স্ত্রী মাহমুদা সিদ্দিকার বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা জারি রয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক খোরশেদ আলম এ সংক্রান্ত আবেদন দাখিল করেছিলেন।
দুদকের আবেদনে বলা হয়, সরওয়ার জাহান ও তার স্ত্রী একে অপরের সহায়তায় ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়ের উৎসবিহীন ১ কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৩৫০ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন।
তদন্তে আরও উঠে এসেছে, মামলার আসামিরা অবৈধভাবে অর্জিত সম্পদ হস্তান্তরের মাধ্যমে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কায় আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার জাহান বাদশাহ ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে কুষ্টিয়া-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।