মো:এনামুল হক,স্টাফ রিপাের্টার:: সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প`র আওতায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে মেডিক্যাল ক্যাম্পেইন এর মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করেছে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি)।
রবিবার (১৫ জুন ২০২৫) সকালের দিকে উপজেলার তবলছড়ি লাইফু কুমার কার্বারী পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সেবা প্রদান করেন, যামিনীপাড়া ব্যাটালিয়ন এএমসি, মেডিক্যাল অফিসার, মেজর ডা: মাসুম রানা।
যামিনীপাড়া জোন কমান্ডার লে: কর্নেল মো: খালিদ ইবনে হোসেন, বিপিএম, পিএসসি, অর্ডন্যান্স জানান,দুর্গম পাহাড়ে বসবাসরত অসহায় দরিদ্রদেরকথা চিন্তা করে জোনের আওতাধিন এলাকায় মোট ২৭০ জন পাহাড়ি-বাঙালিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়।
এ সময় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। আগামীতেও এধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। এদিকে-চিকিৎসা সেবা পেয়ে উপকার ভোগিরা জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে উত্তর উত্তর সাফল্য কামনা করনে।