সব
facebook raytahost.com
নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার | Protidiner Khagrachari

নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ির দীঘিনালায় মাইনি নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ মো. আরিয়ান (৮) নামের ছাত্রের লাশ ৬ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। শনিবার(১৪ জুন ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে কবাখালি বাজার সংলগ্ন দক্ষিন মিলনপুর এলাকায় কবাখালী ছড়া ও মাইনি নদীর মুখে ঘটনাটি ঘটে।

নিখোঁজ আরিয়ান উপজেলার কবাখালী ইউনিয়নের দক্ষিণ মিলনপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে। আরিয়ানের পিতা মো: জাকির হোসেন বলেন আমার তিন ছেলে মধ্যে আরিয়ান ২য় সকালে মক্তবে কোরআন শিক্ষা জন্য শিক্ষার জন্য যেতে বলে আমি বাড়িতে কাজে যাই। পরে মোবাইলে আমাকে একজন ফোন দিয়ে বলেন আমার ছেলে লাকড়ি ধরতে গিয়ে নদীতে পরে গেছে।

আরিয়ানের মা মো: জাহানারা বেগম বলেন, আয়িরান সকালে টয়লেটে যাবে বলে ঘর থেকে বাহির হয়েছে। টয়লেটে না গিয়ে তার বাবা বাননো লাকড়ি ধরার নোংগর নিয়ে নদীতে যায়। হঠাৎ করে নদীর পারের লোক জন চিৎকার করছে আরিয়ান নদীতে পরে গেছে।

কবাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন, মো: আরিয়ান আমার কাবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনির ছাত্র ছিল। মৃত ঘটনাটি খুবই মর্মান্তিক মেনে নেওয়া যাচ্ছে না।

দীঘিনালা ফায়ার সার্ভিস সেন্টারের সেন্টশন অফিসার পংকজ বড়ুয়া বলেন, আমার খবর পেয়ে দ্রুত ঘটনা স্থালে আসি। তারপর ঘটনা স্থাল থেকে প্রায় ১ কিলোমিটার পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস সদস্যরা খোঁজাখুজি করি। এতে কোন সন্ধান পাই নি। তাবে রাঙ্গাামাটি থেকে ফায়ার সর্ভিসের ডুবুরি টিম ইতিমধ্যে চলে কাজ শুরু করেছে। আধাঘন্টার মধ্যে নিখোঁজ আরিয়ানের মৃত দেহ উদ্বার করে।

দীঘিনালা থানার উপ-পরিদর্শক এসআই মো: আলাউদ্দিন বলেন, ফায়ার সার্ভিস আরিয়ান নামে এক শিশু মৃত দেহ উদ্বার করে থানায় খরব দেয়। আমরা এসে সুরতহাল করে মৃত দেহ পরিবারের সদস্য কাছে হস্তান্তর করা হবে। থানায় একটি অপমৃত মামলা করা হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কবাখালী ইউনিয়ন চেয়ারম্যান ঘটনা স্থালে গিয়ে নিহত আরিায়ানের পিতার কাছে ২০হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এর আগে গত ৩০ মে মাইনী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে তড়িৎ চাকমা নামে এক ব্যক্তির মৃত্যু হয়।

আপনার মতামত লিখুন :

খাগড়াছড়িতে ৫ কিলোমিটার প্রতীকী ম্যারাথন

খাগড়াছড়িতে ৫ কিলোমিটার প্রতীকী ম্যারাথন

সোহেলের পরিবারের পাশে খাগড়াছড়ি বিএনপি

সোহেলের পরিবারের পাশে খাগড়াছড়ি বিএনপি

কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তপ্ত খাগড়াছড়ি

কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় উত্তপ্ত খাগড়াছড়ি

বাবুছড়া ৭ বিজিবি’র গেইট নামকরণ

বাবুছড়া ৭ বিজিবি’র গেইট নামকরণ

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার

সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার

সাজেকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

সাজেকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com