ডেস্ক রিপাের্ট::ভারতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এক ব্যক্তি প্রাণে বেঁচে গেছেন এবং তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর দিয়েছে স্থানীয় গণমাধ্যম।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই বিমান দুর্ঘটনায় ‘কেউ বেঁচে নেই’ বলে বিবৃতি দেয়ার কয়েক ঘণ্টার মধ্যেই, আহমেদাবাদ পুলিশ নিশ্চিত করেছে যে দুর্ঘটনায় একজন বেঁচে গেছেন।
প্রতিবেদনে দাবি করা হয়, ১১এ সিটে থাকা ওই যাত্রীকে ‘ঘুরে বেড়াতে’ দেখা যায়। তার সাদা টি-শার্ট এবং গাঢ় রঙের প্যান্ট সামান্য ঝলসে গেছে। তবে এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি বা এর সত্যতাও নিশ্চিত করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এর আগে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি দাবি করেছিল, বিমান দুর্ঘটনায় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনারের কোনো আরোহী বেঁচে নেই। বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন।
এ ঘটনায় একজন যাত্রীর বেঁচে যাওয়ার খবর দুর্ঘটনাটিকে আরও নাটকীয় এবং বিস্ময়কর করে তুলেছে। উদ্ধার তৎপরতা এখনো চলছে।