প্রতিনিধি,রামগড়:: খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. শামসু ও বাবুল মিয়া নামে দুই ব্যক্তিকে দুই মামলায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পৌরসভার নজিরটিলা এলাকায় এ বালু উত্তোলনের দায়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন এর পরিচালিত ভ্রাম্যমান আদালতে তাদের এই জরিমানা করেন।
বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মমতা আফরিন বলেন, ‘পরিবেশ বিধ্বংসী বালু উত্তোলন আইনত দণ্ডনীয় অপরাধ। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা লঙ্গন করে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে মো: শামসু ও বাবুল মিয়াকে পৃথক দুই মামলায় ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং
অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।’