স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ডুবে মারা যাওয়া ভাইবোনছড়া এলাকার নলছড়া পাড়ার রিয়া চাকমা (২০) ও পিয়াসি চাকমার (১৪) পরিবারের পাশে দাড়িয়েছে খাগড়াছড়ি রিজিয়নের খাগড়াছড়ি জোন।
শনিবার (১২ এপ্রিল ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলামের (পিএসসি) নির্দেশে ভাইবোনছড়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লে. নাহিদ হাসান শোকাহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন।
এদিকে আজ থেকে রিয়া চাকমা ও পিয়াসি চাকমাদের প্রধান ধর্মীয় উৎসব ফুল বিজু শুরু হয়েছে। মেয়েদের হারিয়ে তাদের পরিবারে নেমে এসেছে মলিনতার ছায়া। এমতাবস্থায় সেনাবাহিনীকে পাশে পেয়ে কৃতজ্ঞতা জানান তাদের পরিবার।
প্রসঙ্গত, 'শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন' এই মূলমন্ত্রকে সামনে রেখে পাহাড়ের দুর্গম ও পিছিয়ে পড়া মানুষের জন্য নানাভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবহিনী। শান্তি শৃঙ্খলার রক্ষার পাশাপাশি দুর্গম পাহাড়ের চূড়ায় শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা সহ সুখে-দুঃখে নানাভাবে সকল জাতিগোষ্ঠীর মানুষের পাশে সবসময়ই দাড়িয়েছে সেনাবাহিনী।