স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়িতে উদযাপন করা হয়েছে জাতীয় সমাজসেবা দিবস। নেই পাশে যার, সমাজসেবা আছে তার- প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২’রা জানুয়ারী ২০২৫) সকালে এ উপলক্ষে পৌর ঈদগাহের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়।
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি অফিসার্স ক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসের আলোচনা সভায় বক্তারা বলেন, বিপ্লব পরবর্তী স্বপ্নের বাংলাদেশ গড়তে সবাইকে এক সাথে নিয়ে এগিয়ে যেতে হবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কল্যাণে রাষ্ট্রের ভূমিকা ফুটিয়ে তুলতে সমাজসেবা বিভাগকে আরও বেশী দায়িত্বশীল হতে হবে।
সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, সিভিল সার্জন ডা. মো. ছাবের, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আকতার ও জেলা সমাজসেবার উপ-পরিচালক আবু আব্দুল্লাহ মো. ওয়ালী উল্লাহ অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন।