মো: সোহেল রানা,স্টাফ রিপাের্টার:: জামগাছের ডালে ঝুলন্ত এক যুবকের লাশ উদ্ধার করেছে দীঘিনালা থানার পুলিশ। খাগড়াছড়ির জেলাধীন দীঘিনালা উপজেলায় এ ঘটনা ঘটে। সোমবার (২৩ ডিসেম্বর ২০২৪) সকাল ৭ টায় উপজেলার ২নং বোয়ালখালী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের জামতলী শিবির কবরস্থানের পাশে জামগাছের ডাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করা হয়।
জামগাছের ডালে গলায় দড়ি পেঁচানো ২৫ বছর বয়সের নিহত মোঃ হানিফ (২৭) একই এলাকার মোঃ জালালের ছেলে। সে বুদ্ধি প্রতিবন্ধী ও ভিডিপি সদস্য বলে স্থানীয় সূত্র জানায়।
নিহতের সন্তান সম্ভবনা স্ত্রী মোছাঃ মুন্নি আক্তার (২৩) বলেন, ‘আমাদের কারো সাথে শত্রুতা বা দ্বন্দ্ব ছিল না৷ সে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) সদস্য ছিলেন। গতকাল (রবিবার) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ গাছের ডালে ঝুলন্ত লাশ দেখতে পাই।’
স্থানীয় ও নিকট আত্নীয়রা জানান, কবরস্থানের পাশে জামগাছের ডালে গলায় দড়ি পেঁচানো মরদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে দীঘিনালা থানায় নিয়ে যায় ৷
দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ময়না তদন্তে পাঠানো হয়েছে। প্রাথমকিভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা যায়, এবং এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে বলে তিনি জানান।