স্টাফ রিপাের্টার,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে বজ্রপাতে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার বিকেল ৫টা দিকে এই ঘটনা ঘটে। বৃষ্টি, শিলা বৃষ্টি ও বজ্রপাত সাথে বাতাস দুই ঘন্টার বেশি সময় ধরে এই তান্ডব চলে।
এ সময় আলুটিলার অচাই পাড়া এলাকায় ভোগীরণ ত্রিপুরা ও মহালছড়ি উপজেলার সিঙিনালা এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, সদরের বিভিন্ন স্থানে গাছ উপড়ে পরেছে। কয়েকটি স্থান থেকে ভেঙে পরা গাছ সরানো হয়েছে। জেলা প্রশাসকসহ বেশ কিছু গাছ ভেঙে পড়েছে সেগুলো সরানোর কাজ চলছে।
খাগড়াছড়ি বিদুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী স্বাগত সরকার জানান, ঝড়ো বাতাস ও বজ্রপাতের কারণে বিভিন্নস্থানে গাছ, গাছের ডালপালা ৩৩ কেভি সঞ্চালন লাইনের উপর পড়ায় বিদুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।