মো: সোহেল রানা,দীঘিনালা:: মানুষ মানুষের জন্য মনোভাব নিয়ে বন্যার্তদের সাহায্য সহযোগিতা এসে হাত বাড়িয়ে দিয়ে সাবাই। বন্যায় বাড়িঘর ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। এসকল ক্ষয়ক্ষতি কিছুটা লাগব করতে সল্ট ফাইন্যান্সিয়াল লিটারেসি ইন্টারন্যাশনাল খাগড়াছড়ি দীঘিনালা বন্যার্তদের সহায়তা হাউজিং উপকরণ এবং কৃষি উপকরন বিতরন করা হয়েছে।
রবিবার(২৭ অক্টোবর ২০২৪) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্সে এর সামনে বন্যায় ক্ষতিগ্রস্থ বাড়িঘর ও ফসল ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ঢেউটিন ও ফসলের বীজ ও সার প্রদান করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুনুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, সল্ট ফাইন্যান্সসিয়াল লিটারেসী ইন্টারন্যাশনালের ডিরেক্টর মি: শিমসন হালদার, ধর্মীয় যাজক পা:অমিত কুমার সরকার প্রমূখ।
এতে উপজেলার বোয়ালখালী ও কবাখালী ইউনিয়নের বন্যায় অধিক ক্ষতিগ্রস্থ বাড়িঘর সংস্কারের জন্য অর্ধশত পরিবারকে ৪বান করে ঢেউটিন প্রদান করা হয়। এবং মেরুং, বোয়ালখালী ও কবাখালী ইউনিয়ন বন্যায় পানিতে প্লাবিত হয়ে ফসল ব্যাপক ক্ষতিগ্রস্থ অর্ধশত কৃষকদেরকে সার, উচ্চফলনশীল ধান বীজ ও বিভিন্ন প্রকার শাক সবজির বীজ প্রদান করা হয়।
টিন পেয়ে কুলছুমা বেগম বলেন আমি বিধবা মহিলা অন্যের বাড়িতে ও জমিনে দিনমজুর কাজ করে সংসার ও ছেলে মেয়ে পড়ালেখা করা অনেক কষ্ট হয়ে যায় কাজ না থাকলে অনেক না খেয়ে থাকতে হয়। এবার ৪বার বন্যা হওয়ার আমার বাড়ি বেশি ক্ষতি হয় ঘরটি ঠিক করার জন্য উপায় পারছিলাম না। চালে পলিথিন দিয়ে কোন মত বাস করছি। সল্ট ইন্টারন্যাশনাল থেকে ৪বান দিয়েছে। এখন ঘর ঠিক করতে পারব।
কবাখালী ইউনিয়ন হাচিনসনপুর এলাকার মধুরিকা চাকমা বলেন, আমার থাকার ঘরটি বন্যার পনিতে ভেঙে গিয়েছিল সল্ট ইন্টারন্যাশনাল থেকে টিন দিয়েছে এখন ঘরটি ঠিক করতে পারব।