ডেস্ক রিপাের্ট:: খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও ‘সমকাল’-এর প্রতিনিধি প্রদীপ চৌধুরীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সদর থানার সামনে থেকে তাকে আটক করা হয়।
সহকর্মী সাংবাদিকরা জানান, জেলা শহরের মিলনপুর এলাকায় একটি অনুষ্ঠান থেকে প্রদীপ চৌধুরী বাড়ি ফিরছিলেন। পুলিশ তাকে আটক করে থানা হেফাজতে নিয়ে যায়
তিনি ৫ আগস্ট পরবর্তী খাগড়াছড়ি সদর থানাসহ জেলার ৪টি থানায় পৃথক ৫টি মামলার এজহারভুক্ত আসামি। মামলাগুলোর ৪টিই করেছেন বিএনপি‘র নেতাকর্মীরা।
২০১২ সাল থেকে বিভিন্ন সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, বিএনপি কার্যালয় ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়। এ ছাড়া ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায়ও তাকে আসামি করা হয়।
সাংবাদিক প্রদীপ চৌধুরী দৈনিক সমকাল ও সুপ্রভাত বাংলাদেশ এবং দীপ্ত টিভির খাগড়াছড়ি জেলা প্রতিনিধি। একই সাথে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জেলা শাখার সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।
সাংবাদিক প্রদীপ চৌধুরীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ জেলার সিনিয়র সাংবাদিকরা। এক বিবৃতিতে অবিলম্বে তাকে মুক্তির দাবি করা হয়।
উল্লেখ্য, ৫ আগস্ট পরবর্তী মামলায় খাগড়াছড়ির আরো ৬ জ্যেষ্ঠ সাংবাদিককে আসামি করা হয়েছে। একই সঙ্গে তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেপ্তার না করার অনুরোধ করা হয়।