স্টাফ রিপাের্টার:: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৫৮ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির প্রস্তাব অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে বুধবার ১১০ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলির জন্য নির্বাচন কমিশনে (ইসি) প্রস্তাব পাঠায় জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই সংখ্যা বাড়িয়ে ১৫৮ ইউএনওকে বদলির প্রস্তাবে অনুমোদন দেয় ইসি।
প্রথম পর্যায়ে দেশের ৮ বিভাগের ৪৭ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বদলির প্রস্তাবে সম্মতি দেয় নির্বাচন কমিশন। এর আগে কর্মস্থলে এক বছরের বেশি থাকা সব ইউএনও বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন