স্টাফ রিপাের্টার,মানিকছড়ি:: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা বাংলাদেশ ছাত্রলীগের উপ- গ্রন্থ ও প্রকাশনা সম্পাদকের সাময়িক বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর ২০২৩) উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামাল হোসেন ও সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় স্বাক্ষরিত একপত্র বিষয়টি নিশ্চিত করেন।
এতে জানানো হয়,গত ১৮ সেপ্টেম্বর-২৩ উপজেলা ছাত্রলীগের উপ-গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মো. মাসুদ হোসেন বাপ্পিকে সংগঠন বিরোধী কাজে জড়িত থাকায় সংগঠনের শৃঙ্খলাভঙ্গের অপরাধে দলের সকল কার্যক্রম পদ-পদবী থেকে তাকে সাময়িক অব্যাহত দেওয়া হয়।
পরবর্তীতে তার কার্যক্রমে শৃঙ্খলা ফিরে আসায় তার অব্যাহতি আদেশ প্রত্যাহারসহ পূর্বের পদবী বহালসহ পূর্বের প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সাময়িক অব্যাহতি প্রত্যাহার হওয়ায় ছাত্রলীগ নেতা মো. মাসুদ হোসেন বাপ্পি সংগঠন সভাপতি, সম্পাদকসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন