প্রেস বিজ্ঞপ্তি:: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বর্ণাল ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ করেছে ২৯৮নং খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।
বুধবার (৩ নভেম্বর ২০২৫) সকাল থেকে মাটিরাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ তবলছড়ি কদমতলী উচ্চ বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে দিনের কার্যসূচী শুরু করেন। পরে তবলছড়ি গ্রীনহিল কলেজ সহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসময় তিনি শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করে দোয়া কামনা করেন।
বেলা ১ টায় রেজাউল করিম ফাউন্ডেশন পরিচালিত বহুমুখী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছালে শিক্ষার্থীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ক্রেষ্ট প্রদান করা হয়। দুপুরে নামাজ ও খাবারের বিরতির পর বিকেল থেকে ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মাটিরাঙ্গা উপজেলা আমীর মাওলানা মো আঃ জলিল, উপজেলা সেক্রেটারী জামাল হোসেন, উপজেলা অফিস ও বাইতুল মাল সম্পাদক ইসমাইল হোসেনসহ বর্ণাল ইউনিয়নের বিভিন্ন ইউনিট দায়িত্বশীলরা। নেতৃত্বে ছিলেন, বর্ণাল ইউনিয়ন সভাপতি মোঃ কামাল হোসেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন