শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে ৩০০ জন অসুস্থ রোগীদেরকে দেয়া হয় সেবা।
স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের গড়াইছড়ি ক্যাম্পের আওতাধীন গোয়াইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়নের ২০ রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ৩০০জন অনগ্রসর জনগোষ্ঠীর নারী,পুরুষ ও শিশুকে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ দেওয়া হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) জোনের চিকিৎসক ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব এর নেতৃত্বে শান্তি চুক্তি দিবস উপলক্ষে বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ২৫০ জন পাহাড়ি ও ৫০ জন বাঙ্গালিসহ মোট ৩০০ জন অসুস্থ রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
সেবা ভোগী ও এলাকার সর্বস্তরের জনগন সিন্দুকছড়ি জোন কতৃক এই মানবিক সহায়তার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন ।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন