সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।
আল-মামুন:: পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘সীমান্ত চোরাচালান বন্ধসহ খাগড়াছড়িতে সকল ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে পুলিশ কাজ করবে। একই সাথে গুজব প্রতিরোধ,মাদকের সাথে জড়িতদের কঠোর হস্তে দমনসহ বিশৃঙ্খলাকারীদের শনাক্ত করা হবে বলে তিনি জানান।
সোমবার (১লা ডিসেম্বর ২০২৫) বিকালে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে খাগড়াছড়ির নবাগত পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ এর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। এতে তিনি আরো বলেন, খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সেনাবাহিনী, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হবে।

এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা,পাহাড় কাটা,অবৈধ ভাবে বালু উত্তোলন এবং অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে সাংবাদিকের জেলা পুলিশকে সহযোগিতা এবং একে অপরের পরিপুরক হিসেবে কাজ করতে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।
এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য,সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল আলম, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাহরিয়ার ইউনুস,সাধারন সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপুসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা এতে বক্তব্য রাখেন মতবিনিময় সভায়।
এতে অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন