স্টাফ রিপোর্টার:: “শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন”—এই মূলনীতি ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম জনপদগুলোতে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবেই সম্প্রতি বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেক ইউনিয়নের মাসালং বাজারে বাগাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান এর সার্বিক তত্ত্বাবধায়নে মাসালং বাজারে বিশুদ্ধ খাবার পানির পয়েন্ট স্থসপন করা হয়েছে।
মঙ্গলবার(১৮ নভেম্বর) সকাল বাঘাইহাট জোনের উদ্যোগে এবং ভারপ্রাপ্ত জোন কমান্ডার এর প্রত্যক্ষ দিক নির্দেশনায় এবার সেই চিত্র বদলাতে শুরু করেছে। সেনাবাহিনী উক্ত বাজারে এবং পাহাড়ি এলাকার তরুণ/সাধারণ মানুষের মানসিক ও সামাজিক বিকাশে নতুন গতি এনে দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৩৬নং সাজেক ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা,মাসালং বাজার সেক্রেটারি অনন্ত ত্রিপুরা, কারবারি ফুলেশ চাকমা প্রমূখ। চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন,
বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ সাধারন মানুষের আস্থার প্রতীক, সাধারন মানুষের জীবন যাত্রার মান উন্নত করেছে এবং আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে, তেমনি সমাজে শান্তি ও স্থিতিশীলতাও জোরদার হচ্ছে।
টুরিস্টরা বলেন, বাঘাইহাট জোন মাসালং বাজারে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করে দিয়েছে পর্যটকরা যাত্রা বিরতি পানি ব্যবহার করতে পারবে। পার্বত্য অঞ্চলের বাংলাদেশ সেনাবাহিনী মানবিক কাজ করে।
বাঘাইহাট জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান বলেন,পাহাড়ি মানুষের জীবনমান উন্নয়ন, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং শান্তি প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন