স্টাফ রিপোর্টার:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় জনসংহতি সমিতি (জেএসএস–এম. এন. লারমা গ্রুপ)-এর প্রতিষ্ঠাতা জুম্ম জাতীর জনক মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮টায় দীঘিনালা উপজেলার লারমা স্কায়ারের মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ মাধ্যমে শ্রদ্ধা জানান পার্বত্য জনসংহতি সমিতির (পিজেএসএস লারমা) নেতকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সামাজিক সংগঠন নেতাকর্মীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে মানবেন্দ্র নারায়ণ লারমার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পার্বত্য জনসংহতি সমিতি (পিজেএসএস–এম. এন. লারমা গ্রুপ) দীঘিনালা উপজেলায় শাখার আয়োজনে র্্যালি বের করা হয়। র্্যালিটি লারমা স্কোয়ারের বাজার প্রদক্ষিন করে কলেজটিলা জনসংহতি সমিতির প্রধান কার্যালয়ের সমানে গিয়ে শেষ করা হয়। পরে পার্বত্য জনসংহতি সমিতির (পিজেএসএস লারমা) প্রধান কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
দীঘিনালা উপজেলায় পার্বত্য জনসংহতি সমিতির (পিজেএসএস)সভাপতি শান্তি লোচন দেওয়ান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য জনসংহতি সমিতির (পিজেএসএস লারমা) কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক প্রশান্ত চাকমা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলায় পার্বত্য জনসংহতি সমিতির (পিজেএসএস) সাধারণ সম্পাদক সমীর চাকমা, দীঘিনালা উপজেলায় পার্বত্য জনসংহতি সমিতির (পিজেএসএস) সাংগঠনিক সম্পাদক নলেজ চাকমা, খাগড়াছড়ি হেডম্যান এসোসিয়েশন সভাপতি যুব লক্ষন চাকমা, দীঘিনালা উপজেলায় পার্বত্য জনসংহতি সমিতির (পিজেএসএস) পাহাড়ি ছাত্র পরিষদ সভাপতি বিবেক চাকমা, যুবক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্ঞান চাকমা প্রমূখ।
আলোচনা সভায় বক্তব্য বলেন মহান নেতা এম. এন. লারমার আদর্শ ও সংগ্রামের স্মৃতিচারণ করতে হবে এবং তাঁর দেখানো পথ অনুসরণে নতুন করে অঙ্গীকারবদ্ধ হয়ে জুম্ম জাতীর অধিকার আদায়ে আন্দোলনে সকলে মিলে কাজ করতে হবে।
উল্লেখ্য, মানবেন্দ্র নারায়ণ লারমার জন্ম ১৫সেপ্টেম্বর ১৯৩৯খ্রি,মৃত্যু ১০ নভেম্বর ১৯৮৩।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন