প্রতিনিধি মহালছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকালে মহালছড়ি উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে থেকে এ সহায়তা প্রদান করা হয়। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে সহায়তা তুলে দেয়া হয়।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জহিরুল হক ও অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিততে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহায়তা প্রদান করেন।
এতে বক্তারা বলেন, “বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। আগুনে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে কেন্দ্রীয় নেতা ওয়াদুদ ভূইয়া তাৎক্ষণিকভাবে সহযোগিতা পাঠিয়েছেন।”
উল্লেখ্য, গত ০৪ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে মহালছড়ি বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডে প্রায় ২৩ টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকারও বেশি বলে জানা গেছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন