সব
facebook raytahost.com
খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন | Protidiner Khagrachari

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

মো: সোহেল রানা:: খাগড়াছড়ি দীঘিনালায় খুচরা সার বিক্রেতাদের আইডি কার্ডধারীদের বহাল ও টি.ও লাইসেন্সের দাবিতে মানববন্ধন করেছে। সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় দীঘিনালা উপজেলা পরিষদের সংলগ্ন কৃষি অফিসের সামনে এই মানববন্ধন আয়োজন করে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ, দীঘিনালা উপজেলা শাখা।

এই মানববন্ধনে দীঘিনালা উপজেলার বিভিন্ন ইউনিয়ন খুচরা সার বিক্রেতা অংশগ্রহণ করেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের কোষাধ্যক্ষ খোকন চাকমা। তিনি বলেন, “আমরা কৃষকের সেবা করতে চাই কিন্তু বারবার নিয়ম পরিবর্তনে আমাদের জীবিকা হুমকির মুখে পড়ছে। যারা মাঠ পর্যায়ে কাজ করেন, তাদের মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া জরুরি। সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে ক্ষুদ্র সার বিক্রেতারা টিকে থাকতে পারবে না।”

মানববন্ধনে খুচরা সার বিক্রেতা এসোসিয়েশনের সভাপতি সুসময় চাকমা বলেন, “আমরা দীর্ঘদিন ধরে সরকারের অনুমোদনপ্রাপ্ত আইডি কার্ড নিয়ে নিয়মতান্ত্রিকভাবে সার বিক্রি করছি। কৃষকরা যাতে নির্ধারিত মূল্যে সার পায়, তা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট ছিলাম। কিন্তু হঠাৎ নতুন নীতিমালার কারণে আমাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, পুরাতন আইডি কার্ডধারীদের বহাল রেখে আমাদের সবাইকে টি.ও লাইসেন্স প্রদান করা হোক।”

মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন এবং কার্যকরী কমিটির সদস্য মোঃ নাঈম ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা আরও বলেন, দাবি পূরণ না হলে তারা পরবর্তীতে জেলা প্রশাসক ও কৃষি কর্মকর্তার দপ্তরে স্মারকলিপি প্রদানসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমে স্মারকলিপি পেশ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এই ঘটনার প্রেক্ষিতে সার বিতরণের বর্তমান নীতিমালা পর্যালোচনা এবং খুচরা বিক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য সরকারের উচ্চ পর্যায়ের পদক্ষেপের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন :

১০ম গ্রেডের দাবিতে স্মারকলিপি

১০ম গ্রেডের দাবিতে স্মারকলিপি

সেনাবাহিনীর চিকিৎসা সেবা ঔষধ বিতরণ

সেনাবাহিনীর চিকিৎসা সেবা ঔষধ বিতরণ

চুক্তির ২৮ বছরেও পাহাড়ের আতঙ্ক কাটেনি

চুক্তির ২৮ বছরেও পাহাড়ের আতঙ্ক কাটেনি

পাড়াবাসীর কাঙ্খিত সোলার টিউবওয়েলের উদ্বোধন

পাড়াবাসীর কাঙ্খিত সোলার টিউবওয়েলের উদ্বোধন

সীমান্ত চোরাচালান বন্ধসহ সম্প্রীতি রক্ষায় কাজ করবে পুলিশ

সীমান্ত চোরাচালান বন্ধসহ সম্প্রীতি রক্ষায় কাজ করবে পুলিশ

নির্বাচন হবে উৎসবমুখর ও শতভাগ নিরপেক্ষ

নির্বাচন হবে উৎসবমুখর ও শতভাগ নিরপেক্ষ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক ও প্রকাশক : সৈকত হাসান
বার্তা সম্পাদক : মো: আল মামুন সিদ্দিক
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : খাগড়াছড়ি পার্বত্য জেলা।
ফোনঃ ০১৮৩৮৪৯৯৯৯৯
ই-মেইল : protidinerkhagrachari@gmail.com
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত। Design & Developed By: Raytahost .com