স্টাফ রিপোর্টার:: পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন অভিযানের নামে দমন-পীড়ন বন্ধের প্রতিবাদে দাবিতে সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। সোমবার (১ সেপ্টম্বর ২০২৫) দেড় টায় সাজেকে ছাত্র জনতার সংগ্রাম পরিষদ ব্যানারের সাজেক দ্ব-পদা লাডুমুনি বাজার থেকে বিক্ষোভ মিছিল বের করে ১ কিলো সাজেক পর্যটন রোড হইয় উজোবাজার এসে সমাবেশে মিলিত হয়।
বঙ্গলতলী,গঙ্গারাম,বাঘাইহাট এলাকায় বোট যোগে,গাড়ি দিয়ে অনেকে পাঁয়ে হেঁটে প্রায় ৫শতাধিক ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশে যোগদান করেন। সমাবেশে বক্তরা বলেন, পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন অভিযানে স্কুল ভবন দখল করে হচ্ছে ফলে ছাত্র-ছাত্রীদের পাঠদানসহ বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করা, নির্বিচারে বাড়িঘরে তল্লাশি, নারীদের সঙ্গে অসদাচরণ, লুটপাট, ধরপাকড়, হয়রানিসহ জনদুর্ভোগ সৃষ্টির হচ্ছে।

পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে জনগণের ওপর দূর্ভোগ সৃষ্টি করেছে এবং গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করে বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের মত ফ্যাসিষ্ট শক্তি প্রয়োগ বন্ধ করতে হবে। সাজেক কলেজ নির্মাণ ও সাজেকে সকল প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, নিজ বাড়িঘর নির্মাণে বাঁধা প্রদান বন্ধ করারও আহবান জানান।
ছাত্র -জনতা সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বাবু ধন চাকমার সভাপতিত্বে কান্তি চাকমা সঞ্চালনা সমাবেশে বক্তব্য রাখেন,সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক মাহেন্দ্র লাল ত্রিপুরা,সাজেক ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব রতন চাকমা,সাজেক কার্বারী সমিতি ও জুমচাষী কল্যাণ সমিতির সম্পাদক কার্বারী ধারাজ, পিসিপি বাঘাইছড়ি কমিটির সভাপতি জ্যোতি চাকমা,রাঙ্গামাটি জেলা এইচ ডব্লিউ এফ কমিটি‘র প্রতিনিধি বিশাখা চাকমা,গণতান্ত্রিক যুব ফোরাম বাঘাইছড়ি কমিটির সহ-সম্পাদক সমর চাকমা প্রমূখ।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন