মো:এনামুল হক,স্টাফ রিপাের্টার:: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন । গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে এই অভিযান পরিচালনা করে।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি এবং উপ-অধিনায়ক মো. মাসুদ খান পিএসসির দিকনির্দেশনায় জোন সদর থেকে বিজেও-৫২৭৫৭ ওয়ারেন্ট অফিসার মো. ইমরান হোসেনের নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন মুসলিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় চট্টগ্রাম মেট্রো ট-১২-১২৮৭ নম্বরের একটি ট্রাক তল্লাশি করে মালিকবিহীন ২৯৬ টুকরা অবৈধ গোদা ও চম্পাফুল কাঠ (মোট ৩০৯ ঘনফুট) জব্দ করা হয়। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ৯লাখ ২৭ হাজার টাকা।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি জানান, আটককৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান তিনি।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন