আল-মামুন:: খাগড়াছড়ির রামগড়ে বিরল প্রজাতির তক্ষককালে চার পাঁচারকারীকে গ্রেপ্তার করেছে বন বিভাগ ও বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আলী আযম (৩০), মো. ইমরানুল ইসলাম (৩৪), মো. রুবেল মোল্লা (৩৬), মো. রাসেল সরকার (৩২)।বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুরে গ্রেপ্তারকৃতদের খাগড়াছড়ির আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় বন বিভাগ ও বিজিবি অভিযান চালিয়ে একটি তক্ষক উদ্ধার এবং চারজন আসামিকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে।
কোর্ট তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এবং চারজনকে জেলে প্রেরণ করেছেন। পরে বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে তক্ষক অবমুক্ত করা হয়েছে বলে জানান বন কর্মকর্তা।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা জানান, এ বন্যপ্রাণীগুলো সংরক্ষিত, এরা বনে থাকবে। এদেরকে কেউ মারতে পারবে না, ধরতে পারবে না এবং পাচার করতে পারবে না। বন্যপ্রাণী পাচার দণ্ডনীয় অপরাধ।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন