স্টাফ রিপাের্টার:: জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান -২০২৫ উপলক্ষে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় প্রোমাংপাড়া সরকারি প্রাথমিকবিদ্যালয়ে খাগড়াছড়ি অসহায় দুস্থ রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১০টায় দীঘিনালা উপজেলায় পোমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাগড়াছড়ি রিজিয়নে ২০৩ পদাতিক ব্রিগেড আয়োজনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স ও দীঘিনালা জোন যৌর্থ ব্যবস্থাপনায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ৫শতাধিক গরীব অসহায় দুস্থ রোগীদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ৫ফিল্ড এ্যাম্বুলেন্সের মেডিসিন বিশেষজ্ঞ মেজর মোঃ মোজাম্মেল হোসেন, গাইনী বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার, মেডিকেল অফিসার (এমও) ক্যাপ্টেন লাবনী জামান ও দীঘিনালা সেনা জোনের মেডিকেল অফিসার আরএমও ক্যাপ্টেন মোঃ রাকিবুল ইসলাম রনি।
বাংলাদেশ সেনাবাহিনী সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রেখে পার্বত্য অঞ্চলের দূর্ঘম এলাকায় শিক্ষা, চিকিৎসা সকল সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন কাজ করছে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন