দীঘিনালায় দন্ত চিকিৎসাকের নির্দিষ্ট কক্ষ নাই।
মো: সোহেল রানা:: খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকার পরও দাঁতের চিকিৎসা সেবা পাচ্ছেনা উপজেলাবাসী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি ভাবে ডেন্টাল বিভাগের চিকিৎসক কর্মরত থাকলেও নিয়মিত স্বাস্থ্য কমপ্লেক্স আসেন আর দাঁতের রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা ব্যবস্থা পত্র মাধ্যমে দিয়ে থাকেন। হাসপাতালে দন্ত চিকিৎসার জন্য নির্দিষ্ট কোন কক্ষ নাই সাধারণ রোগীদের একই কক্ষে রোগী দেখতে হয়।
দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়ন এলাকা থেকে আসা দাঁতের রোগী মোছাঃ ডালিয়া পারভীন বলেন, দাঁতের সমস্যা নিয়ে হাসপাতালের আসছি দাঁতের চিকিৎসার নিতে, যন্ত্রপাতি দিয়ে না দেখে ডাক্তার এমনিতে দেখে কিছু ঔষধ দিয়েছে।
বাবুছড়া ইউনিয়ন থেকে দাঁতের রোগীর নভেল চাকমা বলেন, দাঁতের ব্যাথা নিয়ে হাসপাতালে আসছি চিকিৎসা দিয়েছে তবে,ভালো করে দেখেতে পারে নাই যন্ত্রপাতি নাই। সাধারন কক্ষে সাধারন রোগীর সাথে বসে চিকিৎসা দিয়েছে। তবে শহরে গিয়ে এক্স-রে করে চিকিৎসা নিতে বলছে।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নিউটন চাকমা বলেন, হাসপাতালে দাঁতের রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে ব্যবহারের জন্য নির্দিষ্ট রুম নাই। তাই প্রতিদিন ১০/১৫জন দাঁদের রেগীকে প্রাথমিক ভাবে দেখে দাঁতের চিকিৎসা দিয়ে থাকি।
সেবার পরিধি বৃদ্ধির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতিও নির্দিষ্ট কক্ষে স্থাপন করা জরুরী প্রয়োজন। দুঃস্থ ও গবীর রোগীরা অর্থের অভাবে দাঁতের উন্নত চিকিৎসার জন্য শহরের যেতে পারেনা। ছোট খাটো সমস্যা হাসপালে চিকিৎসা দেয়া সম্ভব ছিল।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা তনয় তালুকদার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেন্টাল বিভাগের রোগী দেখার জন্য যন্ত্রপাতি থাকার পরও নির্দিষ্ট কক্ষ অভাবে যন্ত্রপাতিগুলো স্থাপন করা যাচ্ছে না।তবে ৫০শয্যায় নতুন ভবনের কাজ প্রায় শেষ। নতুন ভবনে শিফট হলে আলাদা করে ডেন্টাল বিভাগের ব্যবস্থা করা হবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন