স্টাফ রিপাের্টার,দীঘিনালা:: খাগড়াছড়ি সদর ভাইবোনছড়ায় ৮ম শ্রেণির কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।
সোমবার(২১জুলাই) সকালে বাবুছড়া কলেজ থেকে র্যালি শেষে বাঘাইছড়ি দু’অর এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ স্থানীয় শতাধিক নারী-পুরুষ অংশ নেয়।
পিসিপির রোনাল চাকমা বলেন, ‘পাহাড়ে ধর্ষণকে জাতিগত নিপীড়নের হাতিয়ার বানানো হয়েছে। স্থানীয় প্রশাসন অভিযুক্তদের রক্ষা করছে বলেও অভিযোগ করেন তিনি। মানববন্ধনে বক্তারা ধর্ষকদের শাস্তি, বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং পাহাড়ে স্বায়ত্তশাসন বাস্তবায়নের দাবি জানান।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন