স্টাফ রিপাের্টার,খাগড়াছড়ি:: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসে খাগড়াছড়িতে প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা হয়েছে। এ বছর ১৮ জুলাই পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। শুক্রবার (১৮ জুলাই ২০২৫) সকালে খাগড়াছড়ির চেঙ্গী স্কয়ার এলাকায় এ ম্যারাথন প্রতিযোগিতার উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবি এম ইফতেখারুল ইসলাম।
এ সময় জেলার পুলিশ সুপার আরেফিন জুয়েল, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাসহ জেলার বিভিন্ন সরকারি বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

চেঙ্গী স্কয়ার এলাকা থেকে শুরু করে ধর্মপুর আর্য বনবিহার গেইট হয়ে স্টেডিয়ামে এসে শেষ হয়। প্রায় ৫ কিলোমিটার প্রতীকী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় ৩ শতাধিক দৌড়বিদ। দৌড়ে প্রথম হয়েছেন ছাত্র মাইকেল ত্রিপুরা, দ্বিতীয় সৌমেশ ত্রিপুরা এবং তৃতীয় মো. পারভেজ। পরে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন