স্টাফ রিপাের্টার,খাগড়াছড়ি:: খাগড়াছড়িতে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকে কার্যালয়ের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার।
সভায় জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞপন করে স্মৃতি চারণ করা হয়। বক্তারা বলেন, জুলাই শহীদ দিবসের জাগরণ অন্তরে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে। সুন্দর রাজনৈতিক চর্চার পাশাপশি বৈষম্য ও ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভার শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা এবং শেষে মোনাজাত করা হয়। এছাড়াও দুপুরের নামাযে বিভিন্ন মসজিদে দোয়া করা হয়। আলোচনা সভায় জুলাই আন্দোলনকারী ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক এবং সাংবাদিক নেতৃবৃন্দ অংশ নেন।
অংশ নেন, খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ হাসান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, এনসিপির দক্ষণাঞ্চলের সংগঠক মনজিলা সুলতানা ঝুমা,খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুছসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি বক্তব্য রাখেন।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন