বন্ধ থাকবে গণ ও পণ্য পরিবহন।
ডেস্ক রিপাের্ট:: পার্বত্য চট্টগ্রামের তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এবং চট্টগ্রাম, কক্সবাজার জুড়ে ২৪ ঘণ্টার ধর্মঘটের ডাক দিয়েছে ‘বৃহত্তর চট্টগ্রাম গণ ও পণ্য পরিবহন মালিক ফেডারেশন’। চার দফা দাবিতে আগামী রবিবার (২০ জুলাই ২০২৫) এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্যসচিব মো. হুমায়ুন কবির। ধর্মঘটের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পার্বত্য জেলার সব রুটে পণ্য ও গণপরিবহন চলাচল ২৪ ঘণ্টা বন্ধ রাখার ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে ২০ জুলাই সকাল ছয়টা থেকে পরদিন সকাল ছয়টা পর্যন্ত সর্বাত্মক ধর্মঘট পালনের জন্য পণ্য পরিবহনকারী সব যানবাহন ও গণপরিবহনের মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. হুমায়ুন কবির। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের আহ্বায়ক সদস্যসচিব মোরশেদুল আলম কাদেরী, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের মৃণাল চৌধুরী, মো. মুছা, অলি আহম্মদ প্রমুখ।
তাঁদের চার দফা দাবির মধ্যে আছে ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের মালিক ও শ্রমিক স্বার্থবিরোধী সব ধারা পরিবর্তন ও সংশোধন, যানবাহনের ‘ইকোনমিক লাইফ’ সংক্রান্ত প্রজ্ঞাপন স্থগিত করা, গাড়ির ফিটনেস সনদ বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়ে পরিবহন সেক্টরকে জিম্মি করতে না দেওয়া এবং বাণিজ্যিক মোটরযানের বর্ধিত অগ্রিম আয়কর আগের মতো বহাল রাখা।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সরকার কলকারখানাসহ বিভিন্ন শিল্পে ভর্তুকি প্রদান করলেও সড়ক পরিবহন সেক্টরে কোনো ভর্তুকি দেয় না। ইতিমধ্যে গাড়ির যন্ত্রাংশ, টায়ার, টিউবের দাম ক্ষেত্রবিশেষে দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এ রকমের একটি নাজুক অবস্থায় সরকার পরিবহন সেক্টরে প্রায় দ্বিগুণ আয়কর বৃদ্ধি করেছে, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। বর্ধিত আয়কর অবিলম্বে প্রত্যাহার করে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবি জানানো হয় বক্তব্যে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন