স্টাফ রিপাের্টার,খাগড়াছড়ি:: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বন্যার পানিতে ভেঁসে এলাে অজ্ঞাত এক কিশোরের লাশ। খবর পেয়ে সে লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ জুলাই ২০২৫) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বোয়াট্টাপাড়ার চেঙ্গী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন খবর দেয় বলে জানান পুলিশ। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের বিস্তারিত নাম-পরিচয় জানা যায়নি।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।



অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন